thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পূর্বশত্রুতা : ২ ভাইকে কুপিয়ে হত্যা

২০১৭ নভেম্বর ১০ ১১:০৮:৪৯
পূর্বশত্রুতা : ২ ভাইকে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুই সহোদরকে কুপিয়ে হত্যা করা করেছে প্রতিপক্ষেরে লোকজন।

বৃহস্পতিবার রাতে দুই ভাইকে কুপিয়ে আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তারা হাসপাতালে মারা যান।

নিহতরা হলেন-কাপড় বিক্রেতা ইদ্রিস মোল্লা (৪৮) ও কাঠ বিক্রেতা লাভলু মোল্লা (৪২)। তারা বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের জহুর মোল্লার ছেলে।

বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, আলফাডাঙ্গা বাজারের শ্মশান ঘাট এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের ওপর হামলা হয়।

নিহতদের অপর ভাই মো. আবুল কাসেম মোল্লা জানিয়েছেন, রাতে দুই ভাই আলফাডাঙ্গা বাজারে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পূর্বশত্রুতার জেরে ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. কওসার শেখ তার লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। তারা তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

শেখর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্লা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থা শুক্রবার ভোরে সেখানে তারা মারা যান।

ওসি মিজানুর বলেছেন, ‘হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ খুনি ধরতে চেষ্টা করছে। আর মামলা প্রস্তুতি চলছে।’

লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর