thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

উখিয়ায় শতাধিক রোহিঙ্গাসহ নৌকা আটক

২০১৭ নভেম্বর ১০ ১৭:১৭:০২
উখিয়ায় শতাধিক রোহিঙ্গাসহ নৌকা আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় সাগর থেকে শুক্রবার শতাধিক রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা ও তার মাঝিকে আটক করেছে পুলিশ।

বেলা পৌনে ২টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল পয়েন্ট থেকে নৌকাটি আটক করা হয় বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।

তিনি বলেছেন, ‘মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাবাহী একটি নৌকা ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে নৌকাসহ এক মাঝিকে আটক করে।’

তিনি আরো বলেছেন, ‘পালিয়ে আসা রোহিঙ্গাদের অধিকাংশই নারী ও শিশু। মানবিক সহায়তা দিয়ে তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।’

আটক মাঝির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ক্যাম্পে গত ২৪ অগাস্ট রাতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়।

রাখাইনে পুড়িয়ে দেওয়া গ্রামগুলো থেকে পায়ে হেঁটে, মাছ ধরার নৌকায় ও ভেলায় করে নাফ নদী পেরিয়ে টেকনাফে পৌঁছানোর চেষ্টা করছেন রোহিঙ্গারা।

গত বুধবার ভেলায় করে নাফ নদী পার হন ৫২ জন রোহিঙ্গা। বৃহস্পতিবার দুপুর ও বিকালে আসে ১৩০ জন।

গত ২৫ অগাস্ট থেকে সোয়া ছয় লাখ রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর