thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নিউমার্কেটে ছুরিকাঘাতে আহত ২

২০১৭ নভেম্বর ১১ ১০:২৯:৪৮
নিউমার্কেটে ছুরিকাঘাতে আহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুজন আহত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে নিউমার্কেট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন ওই এলাকার চা বিক্রতা রুবেল হোসেন (৩৫) ও হকার সোবাহান মিয়া (৪০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুবেলের পেটে ও মাথায় এবং সোবাহানের পেটে ধারালো অস্ত্রের আঘাত আছে। তাঁদের মধ্যে রুবেলের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহত দুজন নিউমার্কেটের আইয়ুব আলী মার্কেট এলাকায় থাকেন। রাসেল নামের এক ব্যক্তি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি এসআই বাচ্চু। বিষয়টি নিউমার্কেট থানায় জানানো হয়েছে বলে তিনি জানান।

আহত সোবাহানের ছেলে সাদ্দাম হোসেনের ভাষ্য, স্থানীয় মাদক বিক্রেতা শাকিল, বাবলা, সোহেল ও জুয়েল তাঁর বাবা সোবাহান ও রুবেলকে ছুরিকাঘাত করে। তবে কী কারণে তা করা হয়েছে সেটি জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর