thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

২০১৭ নভেম্বর ১১ ১০:৫২:০৫
ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার হোপ সলো এবার প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। খবর- বিবিসি অনলাইনের।

৩৬ বছর বয়সি সলো বলেছেন, ২০১৩ ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি উপস্থাপনা করতে মঞ্চে যাওয়ার আগমুহূর্তে ঘটনাটি ঘটেছিল।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘একপ্রেসো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্ল্যাটারের বিরুদ্ধে এই অভিযোগ করেন সলো। ২২২ ম্যাচ খেলা এই গোলকিপার বলেন, ‘সেপ ব্ল্যাটার আমার নিতম্ব ধরেছিল।’

৮১ বছর বয়সি ব্ল্যাটার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তার মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘এই অভিযোগ হাস্যকর।’

বিষয়টা এতদিন কেন জানাননি- এমন প্রশ্নে সলো বলেন, ‘আমি উপস্থাপনার জন্য স্নায়ুচাপে ভুগছিলাম। আমি ব্যালন ডি’অর উপস্থাপনা করছিলাম।’

‘তারপর আমি তাকে (ব্ল্যাটার) দেখতে পাইনি এবং সেটা খারাপ ছিল। আমি তাকে সরাসরি বলতে পারিনি ‘আমাকে স্পর্শ করবেন না’।

দুবারের অলিম্পিক সোনা জয়ী সলো বলেছেন, যৌন হয়রানির এই বিষয়টা নারী ফুটবলে ‘ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে’। তিনি বলেন, ‘শুধু হলিউড নয়, এটা আমার কর্মজীবন জুড়েই দেখেছি আমি।’

‘গত কয়েক বছর ধরে নারী খেলোয়াড়রা তাদের কলেজ কোচদের সঙ্গে ডেটিং করে এবং শেষ পর্যন্ত তাদের বিয়ে করছে, যা অবশ্যই একজন কোচের করা উচিত নয়; বিশেষ করে তরুণ খেলোয়াড়ের সঙ্গে।’

দীর্ঘ ১৭ বছর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট ছিলেন ব্ল্যাটার। দুর্নীতির দায়ে ২০১৫ সালে নিষিদ্ধ হন এই সুইস ফুটবল কর্মকর্তা। ফিফা প্রথমে তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছিল। পরে ব্ল্যাটারের আপিলের পর নিষেধাজ্ঞাটা ছয় বছরে নেমে আসে।

সম্প্রতি বেশ কিছু নারী হলিউড নির্মাতা হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপরই মূলত আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর