thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রংপুরে ক্ষতিগ্রস্ত হিন্দুদের দেখতে যাচ্ছে আ. লীগ

২০১৭ নভেম্বর ১১ ১৩:১৫:০০
রংপুরে ক্ষতিগ্রস্ত হিন্দুদের দেখতে যাচ্ছে আ. লীগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রংপুরের তারাগঞ্জ উপজেলায় ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

শনিবার (১১ নভেম্বর) সকালে দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, শনিবার দুপুরেই তারা সেখানে পৌঁছাবেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন খালিদ মাহমুদ চৌধুরী ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল।

ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে শুক্রবার (১০ নভেম্বর) ডাকা সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় লোকজন। এতে গুলিতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

জুমার নামাজের পর রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর এলাকায় অবরোধ করে কয়েক হাজার স্থানীয় লোকজন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িতেও বাধা দেয় তারা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, যে যুবকের নামে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বাড়িসহ পাঁচটি হিন্দু বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এ ছাড়া ১৪ থেকে ১৫টি বাড়ি ভাঙচুর করে তারা।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর