thereport24.com
ঢাকা, বুধবার, ১২ মার্চ 25, ২৮ ফাল্গুন ১৪৩১,  ১২ রমজান 1446

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ৩ বনদস্যু আটক

২০১৭ নভেম্বর ১১ ১৩:২১:৩৬
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ৩ বনদস্যু আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খালে পুলিশ অভিযান চালিয়ে একটি এক নালা বন্দুক ও ২০ রাউন্ড গুলিসহ বনদস্যু নুর হোসেন বাহিনীর তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) ভোরে সুন্দরবন শ্যামনগর উপজেলার পশুরতলা খাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত বনদস্যুরা হলেন, শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের সাহেব আলী ফকিরের ছেলে রবিউল ইসলাম (৩০), তালা উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের ছেলে তবিবুর রহমান মোড়ল (২৬) ও খুলনা জেলার রুপসা থানার জয়পুর গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে শহীদুল ইসলাম শেখ (২৫)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খালে বনদস্যু নুরহোসেন বাহিনীর সদস্যরা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি এক নালা বন্দুক ও ২০ রাউন্ড গুলিসহ বনদস্যু নুর হোসেন বাহিনীর উক্ত তিন সদস্যকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক বনদস্যুদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর