thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

প্রধান বিচারপতি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন : কাদের

২০১৭ নভেম্বর ১১ ২০:০৭:০৭
প্রধান বিচারপতি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন : কাদের

গাজীপুর প্রতিনিধি : প্রধান বিচারপতি এস কে সিনহাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে-বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘প্রধান বিচারপতি সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে কী শেখ হাসিনা পুলিশ বা বিশেষ কোন বাহিনী পাঠিয়েছিলেন, যে তাকে জোর করে পদত্যাগ করিয়েছে। এটা কেউ বিশ্বাস করে না। বিদেশ থেকে পদত্যাগ, তাই সরকারের এখানে কী করার রয়েছে। পাঁচ বিচারপতি তার (প্রধান বিচারপতি) সঙ্গে কাজ করতে অস্বীকার করে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন, সরকারের এখানে কী দোষ?’

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ভাওয়াল বদরে শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আলম সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের।

মহানগর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে জনসভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও জেলা সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। বক্তব্য রাখেন-ডা. দীপু মনি, মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, সিমিন হোসেন রিমি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলী এমপি, কলেজের সাবেক ভিপি আফজাল হোসেন সরকার রিপন।

বিএনপির আন্দোলনের সমালোচনা করে কাদের বলেছেন, ‘বিএনপির ৫শ লোকের কেন্দ্রীয় কমিটি, এ পর্যন্ত দেখলাম না ৮ মিনিটের জন্য নেতারা মাঠে নেমেছে। বাইরে আন্দোলনের ডাক দিয়ে বিএনপির নেতারা এয়ার কন্ডিশন রুমে বসে হিন্দি সিরিয়াল দেখে। আর মোবাইলে পুলিশের গতিবিধির খবর নেয়।’

প্রসঙ্গত, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেওয়ার পর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের তোপের মুখে ছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা। এই অবস্থার মধ্যেই ছুটি নিয়ে বিদেশে গিয়েছিলেন তিনি। বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। শনিবার তার পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি বঙ্গভবন নিশ্চিত করেছে।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর