thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রংপুরে বর্তমান মেয়রকে বেছে নিল আ’লীগ

২০১৭ নভেম্বর ১১ ২৩:১৯:৩৩
রংপুরে বর্তমান মেয়রকে বেছে নিল আ’লীগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টুকেই বেছে নিয়েছে আওয়ামী লীগ।

শনিবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এক বৈঠকে ঝন্টুকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে সরফুদ্দীন আহমেদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। দলীয় সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করেন।

নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৫ ও ২৬ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে ২১ ডিসেম্বর।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর