thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাড্ডায় বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

২০১৭ নভেম্বর ১২ ০৮:৪০:৪৩
বাড্ডায় বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় সরোয়ার হোসেন টিটু (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (নভেম্বর ১১) দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

বাড্ডার গুদারাঘাট এলাকার বাসিন্দা টিটু মোটরসাইকেল চালানোর সময় বাসের ধাক্কায় নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

মুমূর্ষু অবস্থায় টিটুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ শেখ জানান বাড্ডা লিংক রোড মেইন রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী তুরাগ বাস টিটুর মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায় বলে জানিয়েছেন মাসুদ শেখ।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর