thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বিএনপির সমাবেশ : ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চলাচল বন্ধ

২০১৭ নভেম্বর ১২ ০৯:২২:৫৪
বিএনপির সমাবেশ : ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (১২ নভেম্বর) সকাল ৭টা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিএনপির অভিযোগ, ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যাতে নেতাকর্মীরা আসতে না পারেন, তার জন্যই যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন জানান, বিএনপির সমাবেশের কারণেই মালিক সমিতির লোকজন বাস বন্ধ করে দিয়েছে, যাতে দলীয় নেতাকর্মীরা ঢাকায় যেতে না পারেন।

হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়া বিপাকে পরেছেন যাত্রীরা। ঢাকা মাওয়া মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যাত্রীদের অপেক্ষা করতে দেখা করতে গেছে। অপর দিকে ঢাকা থেকে শিমুলিয়ামুখী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে ঘাট এলাকায় বাসের কাউন্টার যোগাযোগ করা হয়। তবে কেউই কেন বন্ধের ঘোষণা ওদওয়া হয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারেনি।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা আনিছুর রহমান জানান, আমি বাস চলাচল বন্ধ করে দেওয়ার কথা শুনেছি। তবে বিস্তারিত জানি না। আমি এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর