thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সমাবেশে বিশৃঙ্খলা নয়, হলেই ব্যবস্থা : ডিএমপি কমিশনার

২০১৭ নভেম্বর ১২ ১৩:৫৩:৫৪
সমাবেশে বিশৃঙ্খলা নয়, হলেই ব্যবস্থা : ডিএমপি কমিশনার

দ্য রিপোর্ট প্রতিবেদক : সমাবেশে যাতে বিশৃঙ্খলা না হয়, জনদুর্ভোগ না হয়, যানজটের সৃষ্টি না হয়, কোনো ধরনের নাশকতা-ধ্বংসযজ্ঞ না হয়। গণভোগান্তি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রবিবার (১২ নভেম্বর) সকালে বিএনপির সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা আশা করছি, গণতান্ত্রিক রীতিনীতি মেনে বিএনপি এই সমাবেশ করবে। কোনোভাবে জনভোগান্তি সৃষ্টি করবে না। পুলিশের পক্ষ থেকে এই সমাবেশে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও যদি কেউ জন ভোগান্তি সৃষ্টি করে, অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কারণ দেশে কেউ আইনের উর্ধ্বে নয়।

প্রসঙ্গত, ২৩টি শর্তে বিএনপিকে এই সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। দুপুর ২টার এই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর