thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

২০১৭ নভেম্বর ১৪ ০৯:০৫:০৬
যশোরে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার নোঙরপুরে দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত একজন (৬০) নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

সোমবার (১৩ নভেম্বর) রাতে আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কে এই ঘটনা ঘটে।

নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিনগত রাতে লংগরপুর এলাকার যশোর-মাগুরা সড়কে দুই দল ডাকাতের মধ্যে অভ্যন্তরীণ কারণে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

ওসি আরো জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরিচয় জানার চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেস্বার ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর