thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২০ মে 25, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২,  ২২ জিলকদ  1446

ডিএ তায়েবের জন্মদিনে ‘কাঙাল’ ছবির মহরত

২০১৭ নভেম্বর ১৪ ১২:২৪:২৫
ডিএ তায়েবের জন্মদিনে ‘কাঙাল’ ছবির মহরত

দ্য রিপোর্ট ডেস্ক : ‘কাঙাল’ নামের নতুন একটি ছবিতে অভিনেতা ডিএ তায়েব ও অপু বিশ্বাস জুটি গড়েছেন। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটির মহরত মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

এদিকে অভিনেতা ডিএ তায়েবের জন্মদিন ১৪ নভেম্বর। নতুন ছবির মহরত নিজের জন্মদিনে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করেন তায়েব।

তিনি জানান, ঢাকার পল্টনের একটি রেস্তোরাঁয় জন্মদিন ও ‘কাঙাল’ ছবির মহরত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে চলচ্চিত্র, নাট্যাঙ্গন, পুলিশ কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন মাধ্যমের সুধীজনেরা উপস্থিত থাকবেন।

‘কাঙাল’ ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাশেম আলী দুলাল। এই ছবির মাধ্যমে পর্দায় তায়েব-অপুকে জুটি হিসেবে দেখা যাবে।

অন্যদিকে ডিএ তায়েব টিভি নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। সম্প্রতি ‘সোনা বন্ধু’ নামের একটি ছবিতে অভিনয় করেন তায়েব। ‘কাঙ্গাল’ এই অভিনেতার দ্বিতীয় চলচ্চিত্র।

‘কাঙাল’র পাশাপাশি আরো দুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তায়েব। ছবিগুলো হলো পথের মানুষ, দরদী। অভিনয়ের পাশাপাশি ডিএ তায়েব বাংলাদেশ পুলিশ বিভাগের কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/নভেস্বার ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর