thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজধানীতে যুবকের আত্মহত্যা

২০১৭ নভেম্বর ১৫ ০৮:৪৫:০৭
রাজধানীতে যুবকের আত্মহত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর নন্দীপাড়া মাদারটেক এলাকায় আকাশ মণ্ডল (২৫) নামে এক যুবকে ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আকাশের চাচা খোকন মণ্ডল জানান, আকাশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে খিলগাও থানার নন্দীপাড়া মাদারটেকের বাসায় নিজের রুমে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেয় সে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

আকাশ নন্দীপাড়ায় তার বাবা লক্ষণ মণ্ডলের ব্যবসা প্রতিষ্ঠানে বসতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর