thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

২০১৭ নভেম্বর ১৫ ১০:৩৪:৪৬
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফরিদ হোসেন শরীফ (২৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) মধ্যরাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলারের ভারতীয় অংশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ হোসেন শরীফ বুড়িমারী ইউনিয়নের উফারমারা ঠাকুরপাড়া গ্রামের শামসুল হকের ছেলে।

জানা গেছে, শরীফসহ বাংলাদেশি কয়েকজন গরু পারাপারকারী রাখাল ওই সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই ফরিদ হোসেন শরীফ নিহত হন।

বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও নিহত ফরিদ হোসেন শরীফের মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে জানা যায়।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৬১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মেহেদী হাসান জানান, ভারতীয় বিএসএফ নিহত শরীফের মরদেহ নিয়ে গেছে। মরদেহ ফেরত চেয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর