thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় পরিচ্ছন্নকর্মী নিহত

২০১৭ নভেম্বর ১৬ ১১:০১:০৪
রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় পরিচ্ছন্নকর্মী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর দৈনিক বাংলা মোড়ে মাইক্রোবাসের ধাক্কায় মো. জয়নাল (৪০) নামের একজন পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

মো. জয়নাল হাজারীবাগের হরিজন কলোনির বাসিন্দা। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সময় জয়নালের সঙ্গে থাকা সহকর্মী আব্দুর রহমান জানান, সকাল ৮টার দিকে দৈনিক বাংলা মোড়ের সুরমা টাওয়ারের নিচে আমরা কাজ করছিলাম। এ সময় একটি মাইক্রোবাস জয়নালকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সকাল ৯টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর