thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

‘বিজিবি সদস্যদের ঝুঁকি ভাতার প্রস্তাব বিবেচনাধীন’

২০১৩ নভেম্বর ০৭ ২১:০৭:১৩
‘বিজিবি সদস্যদের ঝুঁকি ভাতার প্রস্তাব বিবেচনাধীন’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ঝুঁকি ভাতা দেওয়ার প্রস্তাব সরকারের বিবেচনাধীন আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

জাতীয় সংসদে বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি জানান, বর্তমানে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা দেওয়া হয়।

পুলিশ ও সেনাসদস্যদেরও ঝুঁকি ভাতা প্রদান করা হয়। অন্যদিকে দীর্ঘদিন থেকেই এই ভাতা দাবি করে আসছে বিজিবি সদস্যরা। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের কারণগুলোর মধ্যে ‘বিজিবি সদস্যরা ঝুঁকি ভাতা না পাওয়ার ক্ষোভের বিষয়টি’ আদালতের রায়ে প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিডিআর হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ‘সেনাসদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে বিডিআর সদস্যরা দেশের নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত আছেন। এ জন্য প্রতিরক্ষা বাহিনীর মতো ২০ শতাংশ ভাতা তাদের পাওয়া উচিত। তাদের ঝুঁকিভাতা দেওয়া যায় কি না, তাও দেখা উচিৎ।’

মন্ত্রী আরও জানান, চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালনে বিজিবির পদ সংখ্যা ৫০ হাজার ৬৬২ জন। এর মধ্যে ৫ হাজার ৪৯৪ টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

(দিরিপোর্ট২৪/আরআর/এইচএস/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর