thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

হলের সামনে থেকে রাবি ছাত্রীকে অপহরণের অভিযোগ

২০১৭ নভেম্বর ১৭ ১৭:১৪:২৯
হলের সামনে থেকে রাবি ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাবি প্রতিনিধি : পরীক্ষা দিতে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হলের সামনে থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকাল সোয়া ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের সামনে এ ঘটনা ঘটে।

মাইক্রোবাসে তুলে নেওয়া ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। তিনি তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকায়।

ঘটনাস্থলে উপস্থিত তার সহপাঠি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, শুক্রবার সকালে ভুক্তভোগীসহ তার তিনজন সহপাঠি স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষের পরীক্ষা দেওয়ার জন্য হল থেকে বের হন। এ সময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের সামনে সাদা মাইক্রোবাসে তার সাবেক স্বামীসহ ৫-৬ জন যুবক ওই ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়।

ওই ছাত্রীর ‘সাবেক স্বামী’সোহেল রানা পেশায় একজন আইনজীবী। সোহেলের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে।

ঘটনাস্থলে উপস্থিত ওই ছাত্রীর সহপাঠিরা বলেছেন, ‘আজ সকাল ৯ টায় আমাদের পরীক্ষা ছিল। পরীক্ষার দেওয়ার উদ্দেশ্যে সকাল সোয়া ৮ টার দিকে হল থেকে হল থেকে বের হই। আমরা হেঁটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে পৌঁছালে পেছনে থেকে একটি সাদা মাইক্রোবাসে তার সাবেক স্বামী সোহেল রানাসহ আরো কয়েকজন যুবক এসে পথে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জোর করে তাকে (ছাত্রীটিকে) গাড়িতে করে নিয়ে যায়।’ মাইক্রোবাসটি সকাল থেকে হলের সামনে দাড়িয়ে ছিল বলে ছাত্রীরা জানান।

ওই ছাত্রীর রুমমেট জানান, সোহেল রানার সাথে ওই ছাত্রীর গত বছরের ডিসেম্বর মাসে বিয়ে হয়। সোহেল তাকে যৌতুকের জন্য প্রায় সময় চাপ প্রয়োগ করত। সোহেলের সাথে অক্টোবর মাসের ১০ তারিখ তালাক হয়। তালাকের দুই মাস চলছে। তিন মাস হলে তালাক কার্যকর হয়ে যায়। আগামী মাসের ১০ তারিখ তালাক কার্যকর হবে। তবে সোহেল চাচ্ছে, যাতে তালাক না হয়। এজন্য সোহেল তাকে ফোনে প্রায়ই বিরক্ত করত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেছেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাবকে জানিয়েছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি তার স্বামী তাকে তুলে নিয়ে গেছে। আমরা সিসি ফুটেজ পরীক্ষা করে দেখেছি, গাড়িটি মেইন গেইট, কাজলা গেইট ও বিনোদপুর গেইট দিয়ে বের হয়নি। তবে চারুকলা দিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মেয়ের বাবা এসেছে। মামলার বিষয়টি তিনিই দেখবেন।’

বাংলা বিভাগের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন বলেন, ‘পরীক্ষা দিতে আসার সময় তার স্বামী এভাবে তাকে তুলে নিয়ে গেছে বিষয়টি খুব দুঃখজনক। এমন সমস্যার বিষয়টি আগে থেকে আমাদের জানানো হলে আমরা তার সিকিউরিটির ব্যবস্থা করতাম। তার স্বামী যে তুলে নিয়ে গেছে, এটা আমাদের কয়েকজন ছাত্রীও দেখেছে। দ্রুত তাকে উদ্ধারের জন্য আমরা বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমরা তথ্য নিয়ে তার সন্ধানে কাজ করছি যাতে দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করা যায়।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জানিয়েছেন তারা স্বামী-স্ত্রী। তার স্বামীই নাকি নিয়ে গেছে। প্রাথমিকভাবে আমাদের বলা হয়েছে তাদের খোঁজাখুঁজি করতে। আমরা সব জায়গায় মেসেজ দিয়েছি।’

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর