thereport24.com
ঢাকা, বুধবার, ৬ আগস্ট 25, ২২ শ্রাবণ ১৪৩২,  ১১ সফর 1447

হাতীবান্ধায় সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

২০১৭ নভেম্বর ১৭ ১৮:৫৭:৫৮
হাতীবান্ধায় সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সেফটি ট্যাংকে পড়ে মাসুদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ গোতামারী গ্রামে এই মর্মান্তিক ঘটেছে।

শিশু মাসুদ হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গোতামারী গ্রামের সফিকুল ইসলামের পুত্র।

স্থানীয় আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সফিকুল ইসলাম তার নিজ বাড়ির উঠানে নতুন ল্যাট্রিনের জন্য একটি সেফটি ট্যাংক তৈরি করেন। সেই সেফটি ট্যাংকে মাসুদ পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয় ।

এ বিষয়ে গোতামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সাবু ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশ দাফনের প্রস্তুতি চলছে ।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর