thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

আগামী সপ্তাহে ক্ষমতা ছাড়ছেন সৌদি বাদশাহ!

২০১৭ নভেম্বর ১৮ ১০:০০:১৪
আগামী সপ্তাহে ক্ষমতা ছাড়ছেন সৌদি বাদশাহ!

দ্য রিপোর্ট ডেস্ক : আগামী সপ্তাহে সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দায়িত্ব ছেড়ে দিয়ে পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে ক্ষমতা হস্তান্তর করছেন। খবর- যুক্তরাজ্যভিত্তিক ট্যাবলয়েড ডেইলি মেইলের।

পত্রিকাটির এক বিশেষ প্রতিবেদনে বলা হয়ে, যদি অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে তাহলে আগামী সপ্তাহেই পুত্রের কাছে ক্ষমতা হস্তান্তর করছেন সৌদি বাদশাহ।

পত্রিকাটি আরও জানায়, দায়িত্ব ছেড়ে দেয়ার পর মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের জিম্মাদারীর পদে বহাল থাকবেন সালমান বিন আব্দুল আজিজ। এই প্রথম বাদশাহ’র বাইরে কারও কাছে এ দুই পবিত্র মসজিদের দায়িত্ব থাকবে।

সৌদি রীতি অনুযায়ী, ক্ষমতাসীন শাসকই হন এ দুই পবিত্র মসজিদের জিম্মাদার। তবে জানা যায়, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও ব্রিটিশ রানী এলিজাবেথের মতো আলঙ্কারিক পদে থাকবেন ৮১ বছর বয়স্ক এ বাদশাহ।

দুই সপ্তাহ ধরে চলমান দুর্নীতির দায়ে ৪০ জন শাহজাদা, কয়েকজন সাবেক ও বর্তমান মন্ত্রীসহ একাধিক ধনকুবের ব্যবসায়ীকে আটক করার পর বাদশাহর ক্ষমতা হস্তান্তরের এ সিদ্ধান্তকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতাকে আরও পোক্ত করার একটা কৌশল হিসেবে দেখছে বিশ্লেষকরা।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর