thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেনাপোল সীমান্তে ১৬ নারী-পুরুষ আটক

২০১৭ নভেম্বর ১৮ ১০:৩৫:৩৪
বেনাপোল সীমান্তে ১৬ নারী-পুরুষ আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশের সময় ১৬ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা।

শনিবার (১৮ নভেম্বর )সকাল ৯টার সময় সীমান্তে একটি পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের বাড়ি খুলনা মাদারীপুর, নড়াইল জেলার বিভিন্ন থানা এলাকায়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহাব জানান, গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া বেশকিছু নারী-পুরুষ সাদিপুর সীমান্ত দিয়ে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশ করে যশোর যাবার জন্য সাদিপুর গ্রামে অপেক্ষা করছে। এমন সংবাদে সঙ্গী ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ জন মহিলা, ১২ জন পুরুষ ও ১ জন শিশুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর