thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

২০১৭ নভেম্বর ১৮ ১১:২১:৫১
কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আল-আমিন ওরফে শ্যুটার আল আমিন নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

শনিবার (১৮ নভেম্বর) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার খেজুরবাগ সাতপাখি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’ ঘটনা ঘটে।

ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা গণমাধ্যমকে জানান, শনিবার ভোরে চিহ্নিত মাদক ব্যবসায়ী আল-আমিন ওরফে শ্যুটার আল আমিন কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় অবস্থান করছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আল আমিন পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শক খন্দকার জাহিদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর