thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আড়াই মাস পর বাসায় ফিরলেন নিখোঁজ ব্যবসায়ী

২০১৭ নভেম্বর ১৮ ১৮:২৩:৩৩
আড়াই মাস পর বাসায় ফিরলেন নিখোঁজ ব্যবসায়ী

দ্য রিপোর্ট প্রতিবেদক : আড়াই মাস পর গুলশানের নিজ বাসায় ফিরেছেন নিখোঁজ ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। বিষয়টি অতি গোপন রেখেছে তার পরিবার।

শুক্রবার ভোরে তিনি গুলশানের বাসায় ফিরে আসেন বলে তার স্ত্রী শাশ্বতী রায় গণমাধ্যমকে জানিয়েছেন।

তবে তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে কিছু বলেননি অনিরুদ্ধের স্ত্রী।

এদিকে শনিবার পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ব্যবসায়ী অনিরুদ্ধের ফিরে আসার বিষয়টি আমরাও শুনেছি। তার স্ত্রী শ্বাশ্বত রায় বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ অনুরুদ্ধের স্ত্রী শ্বাশ্বত রায়ের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি ফিরে এসেছেন নিশ্চিত করলেও এই বিষয়ে কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৭ অগাস্ট ঢাকার গুলশানের-১ নম্বর সেকশনের ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে একটি মাইক্রোবাসে অনিরুদ্ধকে তুলে নেওয়া হয়েছিল। অনিরুদ্ধের গাড়িচালক বলেছিল,অনিরুদ্ধ রায় নিজের গাড়িতে উঠার সময় দুজন লোক এসে তার সঙ্গে কথা বলার একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়েছিল।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর