thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মৌচাকে পুলিশকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

২০১৭ নভেম্বর ১৯ ০৮:২৪:১৮
মৌচাকে পুলিশকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মৌচাকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহবুব আলম (৪৫) নামে এক ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

রবিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাহবুব আলম ঢাকা পশ্চিম জোনে কর্মরত। রবিবার ভোরে ডিউটি শেষে রিকশা নিয়ে শাহজানপুরে গুলবাগ এলাকায় বাসায় যাওযার পথে মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সামনের রাস্তায় তিন-চারজন ছিনতাইকারী পথরোধ করে মানিব্যাগ ও মোবাইল চায়। এ সময় অস্বীকৃতি জানানোয় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার হাতের আঙুলে জখম হয়। এরপর সকাল সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তিনি চিকিৎসা নেন।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর