thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

লিগানেসের বিপক্ষে বার্সার সহজ জয়

২০১৭ নভেম্বর ১৯ ০৮:৩৬:৪১
লিগানেসের বিপক্ষে বার্সার সহজ জয়

দ্য রিপোর্ট ডেস্ক : লা লিগায় বার্সেলোনা লিগানেসের বিপক্ষে সহজ জয় পেয়েছে। লেগানেসের মাঠে খরা কাটিয়ে লুইস সুয়ারেস করেছেন জোড়া গোল। শনিবার কাতালান দলটির ৩-০ গোলের জয়ে অন্য গোলটি করেন পাওলিনিয়ো।

বার্সেলোনার হয়ে সবশেষ পাঁচ ম্যাচে কোনো গোলের দেখা পাননি লুইস সুয়ারেজ। তার পাঁচ ম্যাচের গোলের খরা শনিবার রাতে কাটালেন জোড়া গোল করে। তার সঙ্গে শেষ মুহূর্তে গোল করেছেন গুয়াংজু এভারগ্রান্ডে থেকে বার্সায় যোগ দেওয়া পাওলিনহো।

এই জয়ের ফলে ১২ ম্যাচের ১১টি জিতে ও ১টিতে ড্র করে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো সুসংহত করল কাতালানরা। ১১ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১।

শনিবার ম্যাচের ২৬ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এ সময় সার্জিও বুসকেটস ডি বক্সের মধ্যে পাকো আলকাসেরকে বল দেন। আলকাসের লিগানেসের গোলরক্ষকের বরাবর শট নেন। কিন্তু লিগানেসের গোলরক্ষক ঠিকমতো ধরতে পারেননি। মাটিতে পরে যান তিনি। বল চলে যায় তার সমানে। সুযোগ বুঝে সুয়ারেজ গিয়ে বাম পায়ের আলতো ছোঁয়ায় বল জালে পাঠান (১-০)। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে বার্সা।

বিরতির পর ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় বার্সার। এ সময় ওয়ান টু ওয়ান পাসে প্রথমে আলকাসের লিওনেল মেসিকে ডি বক্সের বাইরে বল দেন। বল দিয়েই ডি বক্সের ভেতরে চলে যান আলকাসের। বাইরে থেকে মেসি আবার বল বাড়িয়ে দেন আলকাসেরকে। আলকাসের শট নেন। আবারো লিগানেসের গোলরক্ষক আবারো তার শট কোনোমতে ফিরিয়ে দেন। বল চলে যায় পেনাল্টি বক্সের সামান্য বাইরে থাকা সুয়ারেজের কাছে। সুয়ারেজ ডান পায়ের জোরালো শটে নিশানা ভেদ করেন (২-০)। ম্যাচের শেষ মুহূর্তে লিগানেসের পেনাল্টি বক্সের মধ্যে জটলার ভেতরে বল পেয়ে জালে জড়ান পাওলিনহো। তাতে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর