thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে জেএসসির ২০০ খাতা হারালেন শিক্ষক

২০১৭ নভেম্বর ১৯ ১০:৩৮:৪৮
যশোরে জেএসসির ২০০ খাতা হারালেন শিক্ষক

যশোর প্রতিনিধি : যশোরে এক শিক্ষকের কাছ থেকে জেএসসির পরীক্ষার আইসিটি বিষয়ের ২শ’ খাতা (উত্তরপত্র) হারিয়ে গেছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে সাড়ে ১২টার দিকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে কচুয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

যশোর কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কচুয়া আন্দারমানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিটুল মিত্র।

জিডিতে উল্লেখ করা হয়েছে, শনিবার মোটরসাইকেল করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে যান পিটুল মিত্র। জেএসসির পরীক্ষার আইসিটি বিষয়ের ২শ’ খাতা নিয়ে তিনি দুপুরে সাড়ে ১২টার দিকে কচুয়ার দিকে রওনা হন। খাতাগুলো মোটরসাইকেলের পিছনে বাঁধা ছিল। যশোরের অভয়নগরের নওয়াপাড়া রেলক্রসিং এর কাছে গিয়ে তিনি পেছন ফিরে লক্ষ্য করেন খাতাগুলো নেই। তিনি সেখানে খোঁজ করেন এবং যশোরে ফিরে আসেন। পরে বিষয়টি তিনি তাৎক্ষণিক যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্রকে জানান এবং কোতোয়ালি থানায় একটি জিডি করেন।

শিক্ষক পিটুল মিত্র জানিয়েছেন, তিনি অনেক স্থানে খোঁজ করেছেন কিন্তু পাননি। যদি কেউ পেয়ে থাকেন তাহলে তার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর