thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

এমপি রানার জামিন নাকচ

২০১৭ নভেম্বর ১৯ ১৪:৫৩:২৪
এমপি রানার জামিন নাকচ

দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট। রানা এই মামলার প্রধান আসামি।

রানার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়ে রবিবার বিচারপতি বোরহান উদ্দীন ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার রুল নিয়ে শুনানি শেষ হলে আদালত রবিবার রায়ের দিন ধার্য্য করেছিল।

রবিবার এমপি রানার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও নুরুল ইসলাম সুজন; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান।

পরে নজিবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, রুল খারিজ করে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটির প্রতি তারিখে রানাকে বিচারিক আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৩ সালের জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। ওই মামলায় এমপি আমানুর রহমান খান রানা বর্তমানে কারাগারে আছেন।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর