thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

২০১৭ নভেম্বর ২০ ১২:৪৭:০৭
কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কের ব্যাপারীহাট এলাকার পাতারী মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুজন মিয়া (৩০), মোতালেব হোসেন (৩৫) এবং সোহেল রানা (৩৫)। নিহত সবার বাড়ি নাগেশ্বরী পৌর এলাকার মাসুল খামার গ্রামে।

জানা যায়, সকালে ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেলে করে নাগেশ্বরী আসার পথে সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীহাট এলাকার পাতারী মসজিদ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সোহেল রানার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুর রহমান জানান, এক মোটরসাইকেলে করে তিনজন যাচ্ছিলেন। রাস্তায় গাছের গগুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে দুজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২০, ২০১৭ )

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর