thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঢামেকে ঘুমন্ত মায়ের কোলে থেকে শিশু চুরি

২০১৭ নভেম্বর ২১ ০৮:১৬:৪৮
ঢামেকে ঘুমন্ত মায়ের কোলে থেকে শিশু চুরি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড থেকে তিন মাস বয়সী একটি শিশু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ১টার মধ্যে কে বা কারা মায়ের কোলে ঘুমিয়ে থাকা ৩ মাসের ছেলে শিশুকে নিয়ে গেছে।

জানা গেছে, চুরি হওয়া শিশুটির নাম জিম। তার বাবা জুয়েল মিয়া, মা সুমাইয়া আক্তার মাজেদা। তাদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের খুরশিদ মহল গ্রামে। জুয়েল মিয়া পেশায় রিকশাচালক। অসুস্থ হয়ে গত ৩১ অক্টোবর ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি হন তিনি।

চুরি হওয়া শিশু জিমের বাবা জানান, হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডের ৪০ নম্বর বেডে ছেলেকে কোলে নিয়ে ঘুমিয়ে ছিলেন মা সুমাইয়া। রাত সাড়ে ১২টার দিকে সজাগ পেয়ে দেখেন জিম (ছেলে) নেই।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া শিশু চুরি যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর