thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রানীনগরে মাদরাসায় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

২০১৭ নভেম্বর ২১ ১০:০২:০৮
রানীনগরে মাদরাসায় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার রানীনগর উপজেলার বেদগাড়ী নুরানী হাফেজিয়া মাদরাসা থেকে মো. সিজান (১৭) নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

সিজান উপজেলার ঘোষগ্রামের আব্দুর বারিকের ছেলে। সে রানীনগর নুরানী হাফেজিয়া মাদরাসার ছাত্র।

ছাত্ররা জানায়, প্রতিদিনের মতই ক্লাস শেষে সিজান রাতে বাড়ি চলে যায়। কিন্তু অনেক রাত হলেও সিজান বাড়িতে না যাওয়ায় তার বাড়ির লোকজন মাদরাসায় খুঁজতে আসেন। খোঁজাখুজির একপর্যায়ে মাদরাসার নতুন একটি ঘরে সিজানের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরে থানায় খবর দেওয়া হয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪ ছাত্রকে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর