thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খুলনায় দুর্বৃত্তের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

২০১৭ নভেম্বর ২১ ১০:৩৭:০৩
খুলনায় দুর্বৃত্তের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

খুলনা অফিস: খুলনা মহানগরীর দৌলতপুরের পাবলা এলাকায় অনুপ দাশ (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল।

মঙ্গলবার (২১ নভেম্বর) দৌলতপুরের পাবলা কেশবলাল রোড থেকে ভোর সোয়া ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত অনুপ দাস এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল। সোমবার বিকালে অনুপ বাসা থেকে বের হয়ে রাতে আর বাসায় ফেরেনি। মঙ্গলবার ভোর রাতে বাসার পাশের সড়ক থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তার ডান কনু, বাম কনু ও পাজড়ে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর