thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তির শেষ সুযোগ কাল

২০১৭ নভেম্বর ২১ ১১:২৩:২৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তির শেষ সুযোগ কাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় ও সবশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২২ নভেম্বর শুরু হচ্ছে। এ কার্যক্রম শেষ হবে ৩০ নভেম্বর রাত ১২টায়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশিত স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল ডিন প্রফেসর ড. মোঃ নাসির উদ্দিন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ওই শিক্ষা বর্ষের ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২২ নভেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে এবং তা চলবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

উক্ত ভর্তি কার্যক্রমে যে সব প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি কিংবা ভর্তি বাতিল করেছে- সে সর প্রার্থী ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
আবেদনকারী আসন খালি থাকা সাপেক্ষে পাঁচটি কলেজ পছন্দ করতে পারবে।

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd) অথবা (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর