thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে বার্সা

২০১৭ নভেম্বর ২৩ ০৭:৫২:২৬
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে বার্সা

দ্য রিপোর্ট ডেস্ক : এক ম্যাচ বাকি রেখে গ্রুপের সেরা হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা।

বুধবার (২২ নভেম্বর) রাতে ইউভেন্তুসের মাঠে গোলশূন্য ড্র হওয়ার পরেও দলটি ষোলোতে উঠেছে।

বার্সেলোনা ম্যাচটি শুরু করেছিল দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে বেঞ্চে বসিয়ে। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আক্রমণে তেমন একটা সুবিধা করতে পারেনি এরনেস্তো ভালভেরদের দল।

১৮তম মিনিটে পাওলো দিবালার শট ঠেকান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ২২তম মিনিটে রাকিতিচের ফ্রি-কিকে মাথা বা পা ছোঁয়াতে পারেননি ডি-বক্সে জটলায় থাকা কেউই। বল এক ড্রপ খেয়ে পোস্টে লেগে ফিরে।

ম্যাড়মেড়ে প্রথমার্ধে উল্লেখযোগ্য ঘটনা আর ছিল কেবল ডাইভ দিয়ে পাওলিনিয়োর হলুদ কার্ড দেখা।

৫৬তম মিনিটে জেরার্দ দেউলাফেউয়ের বদলি হিসেবে নামেন মেসি। তবে ম্যাচে এর তেমন কোনো প্রভাব পড়েনি।

৬৪তম মিনিটে মেসির ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে যায়। চার মিনিট পর নিজে শট না নিয়ে লুইস সুয়ারেসকে বল বাড়াতে গিয়ে আরেকটি সুযোগ নষ্ট করেন লুকাস দিনিয়ে।

যোগ করা সময়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার আচমকা গড়ানো শট ডানে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভে দলকে শীর্ষে রেখে শেষ ষোলোতে উঠিয়ে দেন টের স্টেগেন।

‘ডি’ গ্রুপে পাঁচ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১১। তিন পয়েন্ট পিছিয়ে থেকে শেষ ষোলোতে কাতালান দলটির সঙ্গী হওয়ার লড়াইয়ে আছে ইউভেন্তুস।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর