thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নাটোরে চাঁপাইনবাবগঞ্জগামী নৈশকোচে ডাকাতি

২০১৭ নভেম্বর ২৩ ১০:৪৯:৪০
নাটোরে চাঁপাইনবাবগঞ্জগামী নৈশকোচে ডাকাতি

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে গ্রামীণ ট্রাভেলসের যাত্রীবাহি নৈশকোচে ডাকাতির খবর পাওয়া গেছে।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মানিকপুর ও থানা মোড়ের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে।

এ সময় সংঘবদ্ধ যাত্রীবেশী ডাকাতেরা যাত্রীদের জিম্মি করে কয়েক লাখ টাকা ও মালামাল নিয়ে সটকে পড়ে।

ডাকাতির কবলে পড়া আবদুল আজিজ নামে এক বাসযাত্রী জানান, বিকেল ৩টার সময় গ্রামীণ ট্রাভেলসের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫৩০২২) ঢাকার কল্যাণপুর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হয়। বাসটি রাত সাড়ে ৯টার দিকে নাটোরের বড়াইগ্রামে পৌঁছালে যাত্রীবেশী ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খাঁন জানান, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলসের বাসটি ২৪জন যাত্রীসহ ডাকাতদের কবলে পড়ে। যাত্রীবেশী সাত ডাকাত দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাস থেকে নেমে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন, বাসটি ঢাকা থেকে ছাড়ার সময় কর্তৃপক্ষ যাত্রীদের ভিডিও রেকর্ড করে। ওই ভিডিও দেখে ডাকাতির সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর