thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

এইচআইভি আক্রান্ত ৮৩ রোহিঙ্গা : স্বাস্থ্যমন্ত্রী

২০১৭ নভেম্বর ২৩ ১৯:২৫:০৪
এইচআইভি আক্রান্ত ৮৩ রোহিঙ্গা : স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে এইচআইভি আক্রান্ত ৮৩ জন রোগী পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জাতীয় সংসদে বৃহস্পতিবার সরকার দলের সাংসদ হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী জাহিদ মালেক সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।

তিনি জানিয়েছেন, এইচআইভি আক্রান্ত ওই ৮৩ রোহিঙ্গার মধ্যে ২৯ জন পুরুষ, ৪১ জন নারী, ৭ জন ছেলেশিশু ও ৬ জন মেয়েশিশু। এই হিসাব গত তিন মাসের—গত ২৫ আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত।

ওই সাংসদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘এইচআইভি শনাক্তকরণসহ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

মৌলভীবাজার-২ আসনের সাংসদ আবদুল মতিনের প্রশ্নের জবাবে ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে তৈরি পোলট্রি এবং ফিশ ফিড দেশে ক্যানসারসহ অনেক জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে বলে স্বীকার করেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেছেন, ‘এ বিষয়ে স্বাস্থ্যশিক্ষা ব্যুরো বিভিন্ন প্রচারণার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।’

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর