thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

জিয়াউর রহমানের ভাই কামালের ইন্তেকাল

২০১৭ নভেম্বর ২৩ ১৯:৩৬:০০
জিয়াউর রহমানের ভাই কামালের ইন্তেকাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাই আহমেদ কামাল (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বিকেলে তিনি রাজধানীর সবুজবাগস্থ নিজ বাসায় মারা যান। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

জিয়ারউর রহমানরা ছিলেন ৫ ভাই। এর মধ্যে ৪ ভাই আগেই মারা গেছেন। বেঁচে ছিলেন কেবল ছোটভাই আহমেদ কামাল। বৃহস্পতিবার তিনিও চলে গেলেন না ফেরার দেশে।

আহমেদ কামাল বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক ছিলেন। ওই পদে থেকে তিনি অবসরে যান। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত। সবুজবাগের বাসায় তিনি একাই থাকতেন।

২০১৬ সালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে হঠাৎ জনসম্মুখে আসেন আহমেদ কামাল। তিনি নতুন দল গঠন করছেন, এমন আলোচনাও ওঠে রাজনৈতিক অঙ্গনে।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর