thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হাইয়ান’

২০১৩ নভেম্বর ০৭ ২১:১৯:১৮
ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হাইয়ান’

দিরিপোর্ট২৪ ডেস্ক : বছরের সবচেয়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ‘হাইয়ান’ ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়টি শুক্রবার সকালে দেশটির কেন্দ্রে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। খবর বিবিসি ও আলজাজিরার।


ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের দক্ষিণাঞ্চল দিয়ে ২৭৮ কিলোমিটার বেগে এগিয়ে আসছে। দেশটির ৫০০ কিলোমিটার দক্ষিণে থাকা এ সামুদ্রিক ঝড়টি শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় আঘাত হানতে পারে।


‘হাইয়ান’ ঘূর্ণিঝড়ের প্রকারভেদের সর্বোচ্চ পর্যায় ৫ নাম্বারের ঝড়। তাই এতে বেশি ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চুম্বক শক্তির ফলে সৃষ্ট এ ঝড়ের ফলে ভূমিকম্পেরও আশঙ্কা রয়েছে। এর ফলে দালানকোঠার উপর মারাত্মক আঘাত আসতে পারে।


প্রসঙ্গত, গত মাসে বোহল দ্বীপসহ ঐ অঞ্চলে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এলাকার অধিবাসীরা এর ক্ষয়-ক্ষতিই এখনও কাটিয়ে উঠতে পারেনি।


ঘূর্ণিঝড়ের কারণে ফিলিপাইনের দক্ষিনাঞ্চলের স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির সেনাবাহিনী জানায়, সহায়তার জন্য পর্যাপ্ত খাবার ও ত্রাণসামগ্রী নিয়ে আমরা প্রস্তুত রয়েছি। নিয়মিত হেলিকপ্টার ছাড়াও অতিরিক্ত আরো বেশ কয়েকটি প্রস্তুত রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ও সমুদ্রে থাকা নৌকাগুলোকে তীরে চলে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।


(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর