thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

‘বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনজীবনে প্রভাব পড়বে না’

২০১৭ নভেম্বর ২৪ ১৬:০০:৩১
‘বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনজীবনে প্রভাব পড়বে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন করে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। ইউনিট প্রতি ৩৫ পয়সা করে দাম বাড়ানোর ঘোষণা দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, আগামী ডিসেম্বর থেকে এই দাম কার্যকর হবে। তবে বিদ্যুতের এই দাম বৃদ্ধিতে জনজীবনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

তিনি মনে করেন, ইউনিট প্রতি যে পরিমাণ দাম বৃদ্ধি করা হয়েছে তা ‘খুবই সামান্য’ ও ‘মামুলি ব্যাপার’।

শুক্রবার বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, ‘বিদ্যুতের যে দাম বাড়ানো হয়েছে, আমি মনে করি এটি খুবই সামান্য এবং মামুলি ব্যাপার; জনজীবনে এর প্রভাব পড়বে বলে মনে করি না। দাম বৃদ্ধির কাজটি বিইআরসি নিজস্ব বিবেচনা থেকে বাড়িয়েছে, এক্ষেত্রে আমাদের কোনো প্রভাব নেই।’

একই অনুষ্ঠান শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘দাম খুব বেশি বাড়ানো হয়নি। ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের এখন থেকে মাসে অতিরিক্ত ২০ থেকে ২৫ টাকা বিল দিতে হবে। গ্রাহক পর্যায়ে যে প্রভাব পড়বে তা সহনীয় বলেই মনে করি।’

আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে এবার নিয়ে আট দফায় বিদ্যুৎ বিল বাড়ানো হয়। তবে এবার নতুন করে বিদ্যুতের বিল বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও রাজনৈতিক দল। প্রতিবাদের অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বর অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলো।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর