thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ

২০১৭ নভেম্বর ২৪ ১৬:৪৪:৫৮
কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ

দ্য রিপোর্ট যেস্ক : মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে সোরনবাই জিনভিকভ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। শুক্রবার তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

জিনভিকভ (৫৯), বিদায়ী প্রেসিডেন্ট আলমাজবেক আতামবাবেক এর ঘনিষ্ট সহযোগী। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকালে দেশের একতা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি। খবর এএফপি’র।

ক্ষমতা গ্রহণের সময়টিকে স্মরণীয় করে রাখতে বিশাল শব্দে সামরিক বাহিনী দেশটির রাজধানী বিসকেকে কামান দাগায়।

সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশটির দু’জন প্রেসিডেন্ট ইতিপূর্বে ২০০৫ ও ২০১০ সালে বিদ্রোহের রোষানলে পড়ে ক্ষমতা হারান।

২০১০ সালে বিদ্রোহের সময় দেশটিতে জাতিগত সহিংসতায় কয়েকশ’লোক নিহত হয়।

স্বাধীনতার পর প্রথম প্রতিযোগিতামূলক সাধারণ নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে জিনভিকভ প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী ওমরবাক বাবনভ মোট ভোটের মাত্র এক তৃতীয়াং ভোট পান।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর