thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

ডিআরইউ নির্বাচন : চূড়ান্ত প্রার্থী তালিকা

২০১৭ নভেম্বর ২৪ ২০:৪৫:০৪
ডিআরইউ নির্বাচন : চূড়ান্ত প্রার্থী তালিকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।

নির্বাচন সামনে রেখে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। সহ-সভাপতি পদে মাত্র একজন প্রার্থী (গ্যালমান শফি) থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ৫ জন, যুগ্ম সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যান্য পদের মধ্যে অর্থ-সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক পদে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে-মানিক মুনতাসির, ঝর্ণা মনি, আমিনুল হক ভুঁইয়া ও মিজান চৌধুরী।

আগামী ৩০ নভেম্বর ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (বিরতিহীন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ডিআরইউ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা-

(দ্য রিপার্ট/কেএ/জেডটি/নভেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর