thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঘরের মাঠে জয়ে ফিরলো চিটাগাং

২০১৭ নভেম্বর ২৪ ২৩:৪১:৫৮
ঘরের মাঠে জয়ে ফিরলো চিটাগাং

দ্য রিপোর্ট প্রতিবেদক : টানা চার ম্যাচ হারার পর অবশেষে জয়ের মুখ দেখলো চিটাগাং ভাইকিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে শুক্রবার রাতে সিলেট সিক্সার্সকে ৪০ রানে হারিয়েছে দলটি।

শুক্রবার শুরু হয়েছে এবারের বিপিএলের চট্টগ্রাম পর্ব। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চিটাগাং ও সিলেট।

আগে ব্যাটিং করে করে জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান সিকান্দার রাজার ঝড়ো ব্যাটিংয়ে সিলেট সিক্সার্সকে ২১২ রানের লক্ষ্য দেয় চিটাগাং ভাইকিংস। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি (২১১ রান)।

সিকান্দার রাজা দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান (৪৫ বলে) করেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৬টি ছক্কা।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭১ রান তুলতে সক্ষম হয় সিলেট।ফলে ৪০ রানে জয় পায় চিটাগাং।

এর আগে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়ে শীর্ষস্থান দখল করে খুলনা টাইটানস।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর