thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

মসজিদে হামলা : মিসরে নিহতের সংখ্যা বেড়ে ৩০৫

২০১৭ নভেম্বর ২৫ ২৩:৪৭:০১
মসজিদে হামলা : মিসরে নিহতের সংখ্যা বেড়ে ৩০৫

দ্য রিপোর্ট ডেস্ক : মিসরের উত্তরাঞ্চলীয় সিনাই উপত্যকায় মসজিদে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিনা।

শুক্রবার জুমার নামাজের সময় চালানো ওই হামলায় আহত হয়েছেন আরও শতাধিক মুসল্লি।

এদিকে আল জাজিরার সংবাদে বলা হয়েছে, হামলায় জড়িত অনেকেই বিমান হামলায় নিহত বলে দাবি করেছে মিসরের সেনাবাহিনী।

সেনাবাহিনীর মুখপাত্র তামির রিফাই এক বিবৃতিতে বলেছেন, ‘হামলা শেষে পালিয়ে যাওয়ার সময় হামলাকারীদের ধাওয়া করে মিসরীয় বিমানবাহিনী। তাদের ব্যবহৃত গাড়িগুলো ধ্বংস করে দেওয়া হয়।’

কেউ দায় স্বীকার না করলেও শনিবার দেশটির পাবলিক প্রসিকিউটরের দেওয়া বিবৃতিতে আইএস এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা ইরাকি আইএস’র পতাকা নিয়ে এসেছিল।

এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে মিসর সরকার।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর