thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

বিক্ষোভে টালমাটাল পাকিস্তানে সেনা মোতায়েন

২০১৭ নভেম্বর ২৬ ০০:৫৬:৫২
বিক্ষোভে টালমাটাল পাকিস্তানে সেনা মোতায়েন

দ্য রিপোর্ট ডেস্ক:

ধর্ম অবমাননার অভিযোগ তুলে আইনমন্ত্রীর অপসারণ দাবিতে ইসলামপন্থিদের বিক্ষোভ-পাকিস্তানের করাচিসহ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে।এদিকে সহিংসতা ও বিক্ষোভ দমন করতে রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামবাদের গুরুত্বপূর্ণ একটি সড়ক অবরোধকারী বিক্ষোভকারীদের সরাতে শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সহিংসতায় প্রায় দুইশ মানুষ আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

নির্বাচনী শপথ থেকে হযরত মোহাম্মদ (স.) এর কথা বাদ দিয়ে আইনমন্ত্রী জাহিদ হামিদ ধর্মঅবমাননা (ব্লাসফেমি) করেছেন অভিযোগ তুলে তার অপসারণ দাবি করে কট্টর ইসলামপন্থি সংগঠন তেহরিক-ই-লাবাইক।

সংগঠনের নেতাকর্মীরা কয়েক সপ্তাহ ধরে ইসলামাবাদের মূল প্রবেশ দ্বার ফয়জাবাদে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।

শনিবার সকালে সেখান থেকে তাদের সরাতে কাঁদুনে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ওই অভিযানে পাকিস্তানের এলিট পুলিশ ও আধা সামরিক বাহিনীর প্রায় সাড়ে আট হাজার সদস্য অংশ নেয়।

তবে বিক্ষোভকারীদের দমাতে ব্যর্থ হয়ে ওই অভিযান স্থগিত করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, বিক্ষোভকারীরা পাঞ্জাবে ওই মন্ত্রীর বাড়িতেও হামলা করেছে। তবে মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সে সময় সেখানে ছিলেন না।

করাচিসহ অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বলে পাকিস্তানভিত্তিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর