thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

টঙ্গীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০১৭ নভেম্বর ২৬ ১০:৫০:৩৬
টঙ্গীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী উপজেলায় মো. ইয়াসিন (২৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছুরির আঘাতে আহত হয়েছেন নিহতের স্ত্রী রাবেয়া।

টঙ্গীবাজার এলাকায় রবিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন মুন্সিগঞ্জ সদরের নূরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীবাজার এলাকার শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের ভাই শহিদুল ইসলাম জানান, চাচা নূরুল আমিনদের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তার চাচাত ভাই আবু বক্কর (২৫) ইয়াসিনকে হত্যা করেছে। ইয়াসিন পরিবার নিয়ে প্রায় ২০ বছর টঙ্গীবাজারে মুদি ব্যবসা করতেন। শুক্রবার আবু বক্কর টঙ্গীতে ইয়াসিনের বাসায় বেড়াতে আসেন। রবিবার ভোর ৩টার দিকে তিনি ছুরি দিয়ে ঘুমন্ত অবস্থায় ইয়াসিনকে এলোপাথাড়ি আঘাত করে হত্যা করে। এ সময় নিহতের স্ত্রী রাবেয়া তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও কোপ দিয়ে পালানোর চেষ্টা করে। স্ত্রী-সন্তানদের চিৎকারে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত রাবেয়াকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখওয়াৎ হোসেন দ্য রিপোর্টকে জানান, জমিজমা সংক্রান্ত দীর্ঘ দিনের বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের চাচাত ভাই আবু বক্করকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর