thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বার্সেলোনার সাথে চুক্তি, মেসির মূল্য ৭ হাজার কোটি টাকা

২০১৭ নভেম্বর ২৬ ১৪:০৪:০৯
বার্সেলোনার সাথে চুক্তি, মেসির মূল্য ৭ হাজার কোটি টাকা

দ্য রিপোর্ট ডেস্ক : বার্সেলোনা ফুটবল ক্লাবে ক্যারিয়ার শেষ করতে চান, এমন প্রত্যয় বেশ কবার ব্যক্ত করেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। এবার ২০২১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সাথে চুক্তি করলেন তিনি। খবর- বিবিসির।

বার্সেলোনার সাথে আগের চুক্তির বাকি ছিলো এক বছর, নতুন চুক্তিতে মেসির বাইআউট ক্লজ রাখা হয়েছে বা মেসিকে কিনতে হলে যেকোন ক্লাবকে খরচ করতে হবে ৭০০ মিলিয়ন ইউরো বা সাত হাজার কোটি টাকা।

লিওনেল মেসি পাঁচ বার ব্যালন ডি অর জিতেছেন, বার্সেলোনার হয়ে ৬০২টি ম্যাচ খেলে ৫২৩টি গোল করেছেন।

"আমার লক্ষ্য হবে আরো বেশি অর্জন এবং ইতিহাস তৈরি করা," নতুন চুক্তির পর বলেছেন লিওনেল মেসি।

১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন মেসি, এরপর ক্লাবটির হয়ে আটটি স্প্যানিশ লিগ এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি।

তিনি আরো বলেন "আমি সৌভাগ্যবান এই দলটির হয়ে অনেক কিছু জিতেছি এবং ভবিষ্যতে আরো জিতবো বলে আশা রাখি।"
"আমি এই ক্লাবের হয়ে খেলে খুশি, এটি আমার ঘর। আমার স্বপ্ন ছিলো বার্সেলোনায় থেকে ক্যারিয়ার শেষ করা এবং এখন আমি সেই স্বপ্নের কাছাকাছি।"

এর আগে জুলাই মাসে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ মেসির সাথে নতুন চুক্তির ঘোষণা দেয়, কিন্তু মেসি সেই প্রাথমিক অফারটি নাকচ করে দিয়েছিলেন।

মেসিকে "ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার" আখ্যা দিয়ে তার নতুন মূল্য সম্পর্কে বার্সেলোনার ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমু বলেন, ফুটবল বিশ্বের পরিবর্তনশীল অবস্থার কথা বিবেচনায় রেখে এই বাইআউট ক্লজ রাখা হয়েছে।

"বাইআউট ক্লজ পরিবর্তন করতেই হতো, এটি এখন ৩০০ মিলিয়ন থেকে ৭০০ মিলিয়নে পৌঁছেছে।"

"এটা আমাদের জন্য গর্বের বিষয় মেসি ক্লাবকে ভালোবাসে এবং সে আমাদের সাথে থাকছে।"

গত মৌসুমে ৩৭টি গোল দেন মেসি। ইউরোপের যে কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার ইউরোপিয়ান গোল্ডেন শু জেতেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর