thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

শান্তি মিশনে প্রথমবার দুই বাংলাদেশি  নারী বৈমানিক

২০১৭ নভেম্বর ২৬ ২২:৫৭:৪৩
শান্তি মিশনে প্রথমবার দুই বাংলাদেশি  নারী বৈমানিক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের ইতিহাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো যোগ দিচ্ছেন দুই নারী বৈমানিক। তারা হলেন- ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না-ই-লুতফী।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো যাচ্ছেন এই দুই নারী বৈমানিক।

রবিবার আন্তঃবাহিনী পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

২০১৪ সালের ১৭ ডিসেম্বর যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে সলো টেস্টের সফলতার মাধ্যমে সামরিক পাইলট হিসেবে স্বীকৃতি পান এই দুই নারী বৈমানিক। তারা দু’জন সহ বিমানবাহিনীর ৩৫৮ শান্তিরক্ষী আফ্রিকা মহাদেশের দেশটিতে যাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের উল্লেখিত শান্তিরক্ষীদের মধ্যে ১১৫ সদস্য প্রথম দলটি কঙ্গোর উদ্দেশে ঢাকা ছাড়বে ২৯ নভেম্বর। অন্যরা পর্যায়ক্রমে যাবেন।

বিমানবাহিনীর ঘাঁটি বাশারে কঙ্গোগামী ব্যান এয়ার সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের সততা, পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। বিমানবাহিনী প্রধান একটি সুশৃঙ্খল ও সুশিক্ষিত বাহিনীর সদস্য হিসেবে কঙ্গোগামী বিএএফ সদস্যদের জাতিসংঘ ও বিমানবাহিনীর সব নিয়মনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর