thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এক বছরে দেশে ধর্ষণের সংখ্যা বেড়েছে : মহিলা পরিষদ

২০১৭ নভেম্বর ২৬ ২৩:২২:১০
এক বছরে দেশে ধর্ষণের সংখ্যা বেড়েছে : মহিলা পরিষদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে চলতি বছর নারী ধর্ষণ এবং কন্যাশিশু নির্যাতনের ঘটনা গত বছরের তুলনায় বেড়েছে বলে দাবি করছে বাংলাদেশ মহিলা পরিষদ।

এই বিষয়ে সংস্থাটি রবিবার একটি রিপোর্ট প্রকাশ করে বলেছে, ‘২০১৭ সালে প্রথম ১০ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ১ হাজার ৭৩৭টি, আর গত বছর অর্থাৎ ২০১৬ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ৪৫৩টি।’

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম জানিয়েছেন, প্রতি বছরেই চার মাস পরপর তারা নারীর ওপর যৌন অপরাধ পরিস্থিতি সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করেন।

ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, গণধর্ষণ, হুমকি বা যৌন হয়রানির মতো অপরাধগুলোর তথ্য সংগ্রহের জন্য তারা ১৪টি সংবাদপত্র এবং তাদের শাখাগুলো থেকে পাওয়া তথ্য ব্যবহার করেন।

আয়েশা খানম বলেছেন, ‘এ ধরণের সব অপরাধের সংখ্যাই বাড়ছে।’

তিনি আরো বলেছেন, ‘বাংলাদেশে ২০১৬ সালে ধর্ষণের সংখ্যা ছিল ৭০৫। ২০১৭ সালে এ সংখ্যা ৮৩৪-এ উঠেছে। গণধর্ষণের সংখ্যা ২০১৬-তে ছিল ১৩৯ আর এ বছর সেটা ১৯৩তে উঠেছে।’

এ ধরণের অপরাধ বাড়ার পেছনে প্রধান কারণ হিসেবে পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক মানসিকতাকেই প্রধান বলে চিহ্নিত করেছেন আয়েশা খানম।

তার ভাষায়, ‘এ ধরণের যৌন অপরাধ দমনের জন্য কঠোর আইন থাকা সত্বেও এটা বাড়ছে।’

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর