thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দক্ষিণখানে ছেলের ছুরিকাঘাতে মা খুন

২০১৭ নভেম্বর ২৭ ০৯:৫৬:০৬
দক্ষিণখানে ছেলের ছুরিকাঘাতে মা খুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান এলাকায় ছেলে হাবিবুল্লাহ খান রাজনের (২৫) ছুরিকাঘাতে তার মা মমতাজ বেগম (৫৫) নিহত হয়েছেন। স্বজনদের দাবি, নিহতের ছেলে মানসিক প্রতিবন্ধী।

রবিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণখানে কলিল বক্স রোড এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় মমতাজ বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজ জানান, রাতে রাজনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তার মা। বাসার অন্যরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমতাজকে মৃত ঘোষণা করেন। স্বজনরা আমাদের বলেছেন, রাজন মানসিক প্রতিবন্ধী। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। রবিবার রাত ১০টার দিকে দক্ষিণখানের খলিল বক্স রোডের এক বাসায় এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, রাজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। মমতাজের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর