thereport24.com
ঢাকা, বুধবার, ৬ আগস্ট 25, ২২ শ্রাবণ ১৪৩২,  ১১ সফর 1447

নীলফামারীতে বাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত

২০১৭ নভেম্বর ২৭ ১০:২২:০৮
নীলফামারীতে বাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মর্জিনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিক নৈশ কোচের ধাক্কায় নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে তার ভ্যান চালক স্বামী নিয়ামুল।

রবিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত মর্জিনা তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়ার নিয়ামুল হকের স্ত্রী। সে সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নের রানু এগ্রো ফ্যাক্টরির মহিলা শ্রমিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্যাক্টরিতে কাজ সেরে ভ্যানে চড়ে বাড়ি ফিরছিল মর্জিনা। চিকলী বাজারে ঢাকাগামী একটি নৈশ কোচ ভ্যানটিকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহেল বাকী দুর্ঘটনায় নিহতের বিষয়টি স্বীকার করে বলেন, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪-৪৬) পিছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানে থাকা নারী শ্রমিক ছিটকে পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার ভ্যান চালক স্বামী গুরুতর আহত হয়।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর