thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ 25, ৪ চৈত্র ১৪৩১,  ১৮ রমজান 1446

বালিতে যেকোনো সময় অগ্ন্যুৎপাত, সর্বোচ্চ সতর্কতা

২০১৭ নভেম্বর ২৭ ১০:৩৯:১০
বালিতে যেকোনো সময় অগ্ন্যুৎপাত, সর্বোচ্চ সতর্কতা

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্দোনেশিয়ার বালি দ্বীপে মাউন্ট আগুং আগ্নেয়গিরিতে বড় ধরনের অগ্নুৎপাতের আশঙ্কা করা হচ্ছে। এ লক্ষ্যে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ দেশটিতে সতর্কতা জারি করে। আর বালিতে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে। খবর- বিবিসির।

বালি দ্বীপের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ভ্রমণ পিপাসুদের জনপ্রিয় এই গন্তব্যে আটকে পড়েছে বহু মানুষ।

মাউন্ট আগুঙ্গের চূড়া থেকে ১১ হাজার ১শ’ ৫০ ফুট পর্যন্ত (৩,৪০০) কালো ধোঁয়া দেখা গেছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড জানিয়েছে, আগ্নেয়গিরির বিস্ফারণ ১২ কিলোমিটার পর্যন্ত ( সাত মাইল) শোনা গেছে।

রবিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আগুনের শিখা রাতের বেলাও দৃশ্যমান হচ্ছে। এর ফলে আরো বড় ধরনের অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

স্থানীয়দের জন্য কর্তৃপক্ষ মাস্ক বিতরণ করছে। এছাড়া আগ্নেয়গিরির ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা বাসিন্দা সরে যেতে বলা হয়েছে।

অগ্ন্যুৎপাতের শঙ্কায় বেশ আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন আগ্নেয়গিরির আশপাশের মানুষ। বর্তমানে প্রায় ২৫ হাজার মানুষ নিরাপদে আশ্রয় নিয়েছেন বালির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। এ ছাড়া চলতি বছরের প্রথম দিকে আগ্নেয়গিরির আশপাশের এলাকা ছেড়ে পালিয়ে যান আরো এক লাখ ৪০ হাজার মানুষ।

বালিতে কমপক্ষে ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এগুলোর মধ্যে মাউন্ট আগুংয়ে ১৯৬৩ সালে সর্বশেষ অগ্নুৎপাত হয়। সে সময় নিহত হন অন্তত এক হাজার দ্বীপবাসী।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর